খোদার মাহবুব তুমি হে, আশেকে রাসুলের প্রাণ
তোমার পরশে আল্লা আল্লা জিকির হয় ক্বলবে, গাই রাসুলের শান।
রাসুলকে ভালো না বেসে, যে যত বড়ই সাজুক ঈমানদার নাই তার ঈমান
বলে পবিত্র আল- কুরআন।
খোদার মাহবুব তুমি হে, তুমি যে মহান।
তোমার শিক্ষায় রাসুল প্রেমিক আজ এই বাংলাতে,
তোমার আদর্শ হৃদয়ে ধারণ করে
আশেকে রাসুলগণেরা শান্তির পতাকা উড়ায় বিশ্ব জুড়ে।
তুমি খোদার মাহবুব, তুমিই শ্রেষ্ঠ যে।
-২
ধর্মের স্বাদ গন্ধ বাস্তবজীবনে পেতে যদি চাও
মোহাম্মদী ইসলামের পতাকা তলে যাও।
সূফী সম্রাটের শিক্ষা নিয়ে করো ধর্ম পালন
বাস্তবজীবনে পাবে শান্তি, পাবে আল্লাহ ও রাসুলের রূপ দর্শন।
অভাব ঘুচবে, স্বভাব হবে সুন্দর
মানব কল্যাণে অতিবাহিত হবে তোমার জীবন।
ও ভাই, হবে তুমি আশেকে রাসুল
এটাই বাবা দেওয়ানবাগীর শিক্ষা, করো তাঁর আদেশ পালন
পাবে তুমি আল্লাহ ও রাসুলের রূপ দর্শন।
সূফী সম্রাটের শিক্ষা নিয়ে করো ধর্ম পালন
বাস্তবজীবনে পাবে শান্তি সুন্দর হবে তোমার জীবন।