বিচারের দিবসে বসে খোদা আরশে
বিচার করবে তোমার আমার,
মন, বলো কেন খোদা নিরাকার।
দুনয়নে দেখেছ এই পৃথিবীর আলো
আপন মাঝে আঁধার কালো!
দেখবে কেমনে খোদারে ডুবে আছো আঁধারে।
জ্ঞান নয়ন না খুললে দেখা যায় না খোদা।
মন, বলো কেন খোদা নিরাকার।
খোদা দেখছে মানসুর হেল্লাজ
খোদা দেখছে প্রিয় মোহাম্মদ,
খোদা দেখছে বহু নবি ওলি সূফী সাধক।
করলে খোদা পাওয়ার সাধনা
মিলে মন সাঁই রাব্বানা,
মন, বলো কেন খোদা নিরাকার।
আরবি শিখতে তুমি মাদ্রাসায় গিয়েছ
বাংলা শিখতে বাংলা মাস্টার ধরেছ,
ঠিক তেমনি করে মন পেতে খোদার দর্শন
ধরতে হয় মুর্শিদ করতে হয় সাধন।
এই যুগেতে আল্লা ও রাসুল পাওয়ার শিক্ষা
দিচ্ছেন আমার প্রাণের মুর্শিদ সৈয়দ মাহবুব-এ-খোদা।
মন, যাও বাবে রহমতে
তাঁর শিক্ষা নিয়ে দেখো প্রিয় রাসুল ও খোদারে,
তখন আর রবে না খোদা নিরাকার।
বিচার করবে তোমার আমার
বিচারের দিবসে বসে খোদা আরশে।