ক্রমহ্রাসমান লাশের দাম
সাম্প্রতিক ক্রমবর্ধমান বাঁশের দাম;
প্রথম প্রহরে রাজমিস্ত্রীর রাজা ভক্ষন করে বুনোহাস
দ্বিতীয় প্রহরে প্রজারা লুটিতে ব্যস্ত জনরোসে করে সর্বনাশ
তৃতীয় প্রহরে কেনা গোলামরাও প্রাসাদে লাগায় বাঁশ।
হনুমানের হনুগিরী
হুজুরের মাথায় পাগড়ি
কুদ্দুসেরাও আজ-কাল খাচ্ছে তেল-দগড়ি।
জাতির মাথা যাতাকলে ফেল মারিছে প্রশাসন
চোরেরা রাতভর চুরি করে দিনে করে ফলক উন্মোচন
আবেগের বিশাল কদর বাস্তবের কাঁদে দু’নয়ন ।
পরের কথা বলব পরে
বাঁশ ঢুকেছে আমার ঘরে
সত্য বিনাশ না করিলে তবে এ বাঁশ ঢুকবে চিরতরে।
সমস্যার রেসিপি অসীম
সমাধান রেস্টুরেন্ট সসীম
সংশোধন না হলে তবে সময় টানবে আফিম।
মানুষ হইলাম কি বা পুন্যে
মানুষ তবে এখন এ ভবেতে শূন্যে
বাচিঁব কিসের লাগি , কোনবা স্বর্গর জন্যে?
এতই যদি ধ্বংসিবে জীবন
কেন সাজিলে তবে মানুষের সাবন
বাশেঁর কী হয়েছে তবে এত দরপতন
যাতে সস্তা বিক্রি হচ্ছে মানুষের হাজারো কাফন।