১৬/০৪/১৬
...............................
মেঘলা আকাশ মন; অপায়া আবেগ
কে করিবে নিবারণ?
দেয়ালের ভিতরটা কালোয় ভেজা
বাহিরটা তে মনের পিঠ ঠেকিয়ে ফুল সাজানো তাজা।
এখানের বাতাসের মত ভালবাসার গন্ধ টাও নেই
উদাস্তু সব যেন ছেড়া-ছেড়া স্মৃতি,
কথার ফুলজুড়ি বিষন্নতা নাই এককড়ি
দেয়ালের মত ভিতরের রূপটা নয় বাহ্যিকতার ছড়াছড়ি।
হেসে বলে মন- এই না হলে নারী।
বরের বুকে ঘুমায় , পরের শরীর চুমায়
পুরুষেরা ঢের কম নয়; চিল্লায় হুদায়,
এ জগত যখন ভালো লাগে না
কবিতা কলমে আসে না,
কথারা বের হয় না,
স্বপ্নদের দেখা যায় না,
প্রেম টা শুধু শরীরের মনে হয়
অগত্যা দেয়ালে তাকালেই নীরব ভয় হয়।
ভালো না লাগাটা বেলুনের গ্যাসের ন্যায় উড়ে
নিরানন্দ হয় অনিন্দ্য সব ভালো লাগে;
চিন্তায় ডুবুডুবু নারী-বাকাজলের ওই আজবতা আর বিমুগ্ধ নর
আমি জেগে উঠি তখনি ফিদুষ্টি মনে রোদ-সূর্য ভোরে।