দেহের মাঝে রক্ত থাকে,
কলমের মাঝে জ্ঞান,
রক্ত ঝরে মাটিতে পরে
কিন্তু জ্ঞান যে অম্লান।
দেহের প্রাণ কেড়ে নেবে
কলমতো ধরবে অারেকজন,
তবে কুজ্ঞান অভিশপ্ত হবে
সুজ্ঞান অমূল্য ধন।
জ্ঞানের ব্যবহার সুষম দরকার
দরকার সাধনার সিদ্ধি,
জ্ঞানতো রাখে চিরযৌবনা সংশার
সুজ্ঞান অানে সুবুদ্ধি।