আমার পাঁচ ফুট ৫ ইঞ্চি হাড়-মাংসের শরীরে মধ্যে
তোর আমার চোখ দুইটার প্রতি কিসের এত টান, এত প্রেম, এত আকর্ষণ!
তুই বড্ড বেশী বেহায়া।
সুযোগ পেলেই চোখ দুটোকে খুবলে খেতে চাস, চুপসে নিতে চাস
অামার চশমা পড়া বড় বড় কিছুটা কম পাওযারি দুচোখে জ্বালাময়ী চিনিবিনি কেটে কি এত প্রশান্তি পাস;
চোখের সাথে মস্তিস্ক জুড়ে এক অবিচ্ছেদ্য সম্পর্ক
তুইও তাই কম পারিস না,
চোখটাকে ধরলে মাথাটাকে ও ছাড়িস না।
ভেমরুল পাখির মত ঠেসে রেখে দিয়েে
এ জাগতিক ছেড়ে ব্যাথার জগতে টেনে হিচড়ে ফেলে দিস।
ক্ষনে ক্ষনে এত নিষ্ঠুরতা সইতে সেরকষ লাগে,
অদৃশ্য ব্যাকটেরিয়া যার হিসাব বিধাতার ব্যাথাটা্ও নিরাকার
অদৃশ্য সকল কিছুই বুঝি এমন প্রেমময়ী অসহ্য ব্যাথাতুর হয় ।
মাইগ্রেন পেইনের মত।
যার আঘাত অনেক বেশী অাকাশ ফেটে পড়া কান্নার ন্যায় হয়।