বেকারত্ব খুবলে খায় মানবতার অসুস্থ চিত্তকে,
অসমাপ্ত ব্যাধিতে মরতে হয় লোক দেখানো মধ্যবিত্তকে,
সুরাসুর নিয়মে কমছে অায়
খোস-পাচড়ার মত বাড়ছে ব্যয়।
অাচলে নয়, পুত্রবধুর হাতে মায়ের শাসন
বাবার চাকরী হারিয়ে সে ঘরে পুত্র বানিজ্যের পোষণ,
রঙিন ঘুড়ি অার উরতে চায় না
সবুজ ঘাস অার জন্মাতে চায় না,
অালতা পায়ে কিশোরী নাচে না
বাজারে ভালো-মন্দ সবজিতেও স্বাদ হয় না,
ঘুরানো - প্যাচানো অাধুনিক যমরাজ জেনোসাইড ফরমালিনে অাক্রান্ত পুরো বিশ্বের নব বিজ্ঞানি, চিকিতসক, শিক্ষক, সহ গোটা পৃথিবী গ্রহের নব নব অাবিষ্কার,
ভিমরতি যেন বুড়োর ঘাড়ে নয়, চড়েছে বৃদ্ধ ক্ষমতায়ন, পোড়া মৃত্তিকার সনে তৃতীয় বিশ্ব যুদ্ধ করে, নতুন করে জাগায় স্বপ্ন , চন্দ্রে পাঠায় মৃত্যু মনন।