হঠাৎ জমে যাওয়া মেঘ গুলো কেন যেন রাগ
হতে চলেছ অঝোর বৃষ্টির মত,
থামছে না সে থামছে না; শ্রাবনের নিশীতে শত
অনুরোধে হাসে নি ,  বলেনি কথা ডেকেছি যত।
মেলেনি অাখি বসন্তের ছায়ালে অচেনা বিহঙ্গ
হয়ে মেলছে শত ডানা
অচেনা অাকাশে ,
হয়নি বলা কোন কথা তবুও বোঝে গোপনে ,
শয়নে,স্বপনে অবুঝ বাতাসে।
মনে মনে ক্ষনে হাসে রূপ তার
জ্বলে ভাসে সেদিনের অাঁকা দূর অাবয়বে ,
হেসে -খেলে গেল মান নাই মুখে অপমান
ধরিয়া তারে যতক্ষর সে রবে।
এসো বলি মন খুলি নতুন্বতের দুয়ার মেলি চাহিয়া রইয়াছি
একমনে,
তবে হবে তোর দেখা যবে হবে জ্বলছবি অাঁকা রাগ-রাগ
প্রেমক্ষনে