.......
লাশটার বেহাল দশা অস্তিত্ব মাটিতে বিলীন
মুখে মুখে, ঠোটে-ঠোটে মিথ্যার বিশ্রী পুরষ্কার নিতে পারা বেকায়দা কঠিন,
মানুষকে পদাবলি পড়িয়ে, দর্শন-বিজ্ঞান শুনিয়ে
স্বর্বশান্ত পেট , দেহের কোথাও এক ফোটা ভুরি নাই মস্তিস্কটাও নুডলুস পাকিয়ে।
হরিলুট জ্ঞানের , মেধা বেচা-কেনার হিড়িক
বোধের বাইরে বিবেক নাড়াচাড়া করে রাজনীতির বুক পকেটে শিক্ষার টিকিট,
যারা শান্তির তরে মরিল ,কারা?
এসে নেমোখজাদার ন্যায় ডলারে পুরষ্কার এনে অমরকে দেয় তাড়া।
ছাড়রে তোরা ছাড়! শিক্ষার কারাগার
দেশ-জাতিকে নিপাত করে হতে যাসনা জ্ঞানের ভলানটিয়ার ,
মাটি খাবে টাকা, নিবে পুরষ্কার
পূর্বজন্ম ছিলনা এমন এই তোরা কোন জন্মের রে কোথাকার?
ফুল যেন কেবলি কবরের শোভা
জ্যান্ত মানবের সম্মানে নয় আসলে ওরা বিমূঢ়-বোবা,
বেঁঁচে থাকিতে কর মেধার কদর
যেখানে হয় চিরকালের আরাধ্য-অতীন্দ্রিয় চিরজীবন্তের সমাদর ।