বেভোলা হাওয়া শেষে,
গ্রীষ্মের ক্লান্ত গরিমেশে,
জালানার শিকল থেকে নতুন ফটকে আমি আকাশ দেখছি
আর তোমার কথা ভাবছি,
যদি পার একটুখানি বের হও দেখ আকাশটাকে; আকাশটাকে দেখ
মাথার উপর চাঁদ আর নীরব নির্মল আকাশ
তুমি কাঁদছো কোন এক শিশুর মায়ায় শিশিরের মত করে শিশুর ন্যায়
তোমার উদ্যাম কথার যন্ত্রনায় আমার ঠোটে লাগছে ঝিরিঝিরি বেতালের বাতাস।
দেখ আকাশটাকে; আকাশটাকে দেখ
রৌদ্রের কঠোরতা দমে এখনও মিশে যায় নি
ছায়ার মিছে মিছে খেলা এখনও শেষ হয় নি
সবুজের বুক চিরে ফসলেও এখনও পাক ধরে নি
ভালবাসা বিরহ হয়ে এখনও স্বার্থকতা পায় নি।
তবু তুমি আকাশ দেখনি ; দেখেছ এক মুঠো ভয়ংকর হিংসা
যা জ্বলেও ডুবে না, আগুনেও দগ্ধ হয় না
আথচ সে অমর নয়
সে আকাশের বুকে এক চিলতে ঘাম
যা মানুষকে পোড়াতে জানে অবিরাম।