...বেশ তো তনুকে কিন্তু ভুলে যেতে শুরু করেছি।
মাতামাতি বন্ধ,
এখন ও কথায় লেগেছে দুর্গন্ধ,
  অার আম জনতা গো-বেচারা অন্ধ।  
রক্ষক যখন ভক্ষক তখন বিবেক কিসের,বিচার কিসের?
দিন যাবে , হ্যা যাবে
দিন আসবে, হ্যা আসবে....তাতে কি!
ওগো শুনছ....নতুন খবর
শ্যামল কান্তির যেন কী হয়েছে?
কী হবে আর হয়তো  ভূতে পেয়েছে।
আরে নাহ! সেলিম ওসমানের কথা বলছে
হ্যা, বলুক। একটু অপেক্ষা কর আবার নতুন কিছু চলছে,
এসবি সামান্য, সবি নগন্য
পরিমলের কথা মনে অছে
হ্যা, আছে। তিনিও তো শিক্ষক
আর তনু খোকে সেনারাও রক্ষক।
হায়! তুমি এসব কি বলছ-
সবতো ঠিক হবে একদিন
তোমার এই কথাই আমাদের জাতিও জনগন ভাবে নিশীদিন
কোন লাভ নাই এ জাতি শুধরাবে না
ভুলেই ভাসবে চিরদিন।
ধুর ওসব বাদ দাও
নাও খেয়ে নাও ,
কালকে সভা হবে, সেমিনার হবে,মিছিল হবে,প্রতিবাদ হবে
হ্যা , এসব সবি হবে
কিন্তু আমি ভাবছি বিচার কবে হবে......????????