গল্প তোমার, কবিতা তোমার, গান তোমার
তুমি যে প্রতিভার সমাহার,
স্বপ্ন তোমার, ছন্দ তোমার, সুর তোমার
মধুঝরা শ্রুতিময়তার অম্বার।
হাওয়ার কল, মেঘের জল, বৃষ্টি টলমলে
বিরোহীনির মেঘডাকা ভয়,
মানবমুক্তির জয়গান, মুক্তির সংগ্রামে আগুয়ান, নিবেদিত প্রাণে
করেছো অপ্রতিরোধ্য জয়।
ব্যতিক্রমের ব্যতিক্রম, তোমায় ভাবলে আত্মভোলার উপক্রম
তুমি যৌবনের প্রতিচ্ছবি,
সবার পূজার পাত্র, অসীম গগনের ছাড়পত্র
তুমি মানেবদেশের চারণকবি।
ভেবেছ বিশ্ব বৈরণ্য, হয়েছ তুমি অনন্য
ভেঙ্গেছ তুমি শতভুল,
চুরুলিয়ায় জন্মে তুমি, রাঙিয়েছ বিশ্ব ভূমি
সেই তুমি নজরুল।