বলতে পার তোমরা আমায়
খোকা-খুকির দোষটা কোথায়,
সকাল হলে কাঁধের উপর চাপছে বইয়ের বোঝা
দুপুর হলে এক লাফেতে হিড়িং বিড়িং হচ্ছে কোচিং খোঁজা।
বিকেলে তে আসছে দেখো হুজুর মশাই
আররে বাপু! খেলা-ধুলার সময় কোথাই,
সন্ধ্যার পরে এস গেছে জ্ঞানের ফেরিওয়ালা
টিভির দেখার সময় যে নাই কি যে মহাজ্বালা!
হাসছে দেখো, ফাটছে দেখো, মায়ের হাতের রিমোট
সকাল-সন্ধ্যা অফিসে গিয়ে বাবা হচ্ছে রোবট,
একের পর এক চলছে গাড়ী
জ্ঞান-গরিমার ছড়িাছড়ি।
উহ ভাল লাগে না, সারাদিনতো পড়লাম বুক
এবার দেখি হয়েছা টা কি পড়ব ধরলাম তাই ফেসবুক,
রাত দশটা, রাত বারোটা, রাত বেজেছে চারটা
ফজরেরই নামাজ কাযা ,খেতে হবে ডিম পরাটা।
দেখাতে পার তোমরা আমায়
ছেলে-মেযের দোষটা কোথায়,
স্কুলেতে হয়না ক্লাস, খুলছে দেখো ফাইনাল ব্যাচ
যতটুকু হয়যে পড়া তার চেয়ে বেশী ফুটবল ম্যাচ।
বাবা-মাযেরেএকটাই কথা
জিপিএ ফাইভ যথাতথা,
শিক্ষক-মন্ত্রীর একটাই দাবি
জিপিএ ফাইভ চাইযে খুবি।
দেখাতে পার তোমরা অামায়
আদর্শ শিক্ষক পাব কোথায়,
টাকার মাঝে শিক্ষা বস্তাবন্দী
প্রশ্ন ফাঁসের চলছে ফন্দি।
কোথায় এখন শিক্ষার মান
শিক্ষিত-মূর্খ সবাই সমান।