শ্বেত কণিকা, লোহিত কণিকা এবং অণুচক্রিকা
এই নিয়ে আমার রক্ত
যে রক্ত পূত পবিত্র এবং অবিশ্বাস্য অবিভক্ত।
দিনে বা রাতে, চেতনে বা অবচেতনে
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অলৌকিক ভৃত্যের মতো প্রকাশ্যে বা গোপনে,
অক্সিজেন সরবরাহ করে আমার দেহের প্রতিটি কোষে
এবং জৈবযৌগ পৌঁছে দেয় অসীম ভালোবেসে,
এবং কার্বনডাইঅক্সাইডগুলো বের করে দেয় বিনা জিজ্ঞাসায়
এ আমার দেহের জ্বালানি স্বরূপ যা বাঁচিয়ে রাখে আমায়।


এই লাল রক্ত, এটা আসলে রক্ত নয়, এটা আমার জীবনী-শক্তি,
আমার কর্ম-স্পৃহা, আমার উদ্দীপনা, আমার গৌরব এবং আমার মুক্তি।
আমার পূর্বপুরুষ, পূর্বপুরুষদের পূর্বপুরুষ বা আদি-পুরেষ
জোয়ান-পালোয়ান-অথর্ব-কঙ্কালসার-ধনী-গরীব নির্বিশেষ
বাঁচিয়ে রেখেছে এই রক্ত, এ আমার দেশ, আমার প্রিয় বাংলাদেশ।