জন্মেছিলাম শিশু হয়ে। কথাছিল শৈশব কৈশর পেরিয়ে আসবো যৌাবনে। সাজাবো জগৎকে নিজের সাধ্যমত সৌন্দর্য্যে। আকঁবো নতুন ছবি, ক্যানভাসে ছড়াবো নিজের রং। জন্মদেব নিজের বংশ, তাদের কে শিক্ষাদেব, তাদেরকে যোগ্য করে তুলব এই পৃথিবীর। যোগ্য উত্তসরীর হাতে পৃথিবীর ভার সপে দিব। তার পর অবসর নিয়ে চলে যাব বার্ধক্যে। কিন্তু হল না । কিছুই হল না।
কিন্টার গার্ডেন কেড়ে নিল আমার শৈশব, চার দেয়ালে আমাকে বন্দী করে আমার কৈশর টাও কেড়ে নিল, তায় যৌবন আসার আগে আমার জীবনে বার্ধক্য এসে গেল,,, তাই আমি অকালে বুড়ো হয়ে গেলাম,,।।