খুব লিখতে ইচ্ছা করছে তোমাকে নিয়ে কিছু কবিতা
কিন্তু মনে পড়ছেনা তোমাকে নিয়ে স্মৃতিময় কোন কথা,
কি আশ্চর্য তাই না বলো এক সময় তুমি আমি কত স্মৃতি গড়েছি
কিন্তু দেখ আজ স্মৃতিরাও আমার কাছ থেকে হারিয়ে গেছে ঠিক তোমারি মতো!


তোমার দেওয়া একশো-একটি কবিতার ডায়েরীটা আজ জীর্ণশীর্ণ
পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছি কিন্তু শব্দমালা গুলো বোধগম্য নয়,
কি আশ্চর্য তাই না বলো এক সময় প্রতিটি কবিতা আমার ছিল মুখস্ত
কিন্তু দেখ আজ শব্দ গুলোও আমার কাছে বোধগম্য নয় ঠিক তোমারি মতো!


তোমার আমার ছবির এ্যালবামটা আজ আড়শোলায় কাঁটা
ছবির পর ছবি দেখে যাচ্ছি কিন্তু তোমার অবয়ব মনে করতে পারছি না,
কি আশ্চর্য তাই না বলো এক সময় তোমার অবয়ব ছিল আমার হৃদয়ের মনি-কোঠায়
কিন্তু দেখ আজ তোমার অবয়বও আমার কাছে ঝাপসা হয়ে গেছে ঠিক তোমারি মতো!


তোমার দেওয়া উপন্যাসের বইয়ে রাখা গোলাপের পাপড়ি গুলো রঙচটা
কিন্তু তারপরও একটি বারের জন্যও ছুঁয়ে দেখি না উপন্যাসের গোলাপের কাঁটা,  
কি আশ্চর্য তাই না বলো এক সময় পাপড়ি গুলোকেই মনে হতো জীবন্ত কলি
কিন্তু দেখ আজ গোলাপের পাপড়ি গুলোও আমার কাছে মৃত ঠিক তোমারি মতো!!