কিছু রাতে ঘুমের বদলে অতীতেরা ফিরে আসে
কখনো সেটা দীর্ঘশ্বাসের রূপে,
কখনোবা তা মুচকি হাসির ছলে,
মাঝে মাঝে মনে হয় আমি একা,
ঠিক এই নিস্তব্ধ রাতের মতো
কিংবা জনসমুদ্রের সেই ঝাঁঝালো মিছিলের স্লোগানের  মতো।


কুড়িয়ে পাওয়া আঘাতেরা
স্বযত্নে দেয়াল তুলেছে অভিমানের কংক্রিটে।
বোকাদের মগজে হাহাকারের আস্ফালন,
মাছের কাঁটার মতো বিঁধে রয়েছে কিছু স্মৃতি-কথন!


নজরুলের সেই দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে
সুকান্তের ঝলসানো রুটি হাতে
পৃথিবীর শেষ সীমানায় দাঁড়িয়ে
চিৎকারে  চিৎকারে বিদীর্ণ পাহাড়-জনপথ।


সদ্য গোঁফ ওঠা কমরেড রক্তিম ক্যালিওগ্রাফির প্ল্যাকার্ড হাতে,
ছন্দ মেলাতে তুলির আচঁড় কাটি এ দেয়ালে ও দেয়ালে।
বুলেট শব্দে তর্ক জমে র-চায়ের আড্ডায়,
লেলিন-চে হয়ে সুভাষ-বঙ্গবন্ধুর অসমাপ্ত কথায়।