গাঢ়ো অন্ধকারে নিস্তব্ধ এ নগরী
তবু আমার মনে আকাশ ভেঙে নামছে জোছনার আলো
আকাশটাকে আজ বিস্তৃত মনে হচ্ছে না
মনে হচ্ছে শুধু তোমার মনের চাঁদটাকে আজ আমার আকাশ
লজ্জাবতী মেঘলুপ্ত চাঁদের মতো আজ তুমি লজ্জায় রক্তিম হচ্ছো
কিন্তু এইতো কিছুক্ষণ আগেও তুমি ছিলে বিকেলের রক্তিম আকাশের সূর্যের মতো
পাশাপাশি একসাথে হাত ধরে কতখানে সময় গিয়েছে আমাদেরই
কিন্তু আজ আমার স্পর্শে কেঁপে-কেঁপে উঠছো তুমি
তোমার আলতো ছোঁয়ায় শিহরিত হচ্ছি আমি
আমার উন্মক্ত বুকে তোমার এলোবেলো নখগুলো
তোমার ঘাঢ়ে আমার গাঢ়ো চুম্বনের রেখা
ঠান্ডা এই কক্ষেও ঘেমে উঠছি আমি
পরক্ষনেই আবার ঝাপিয়ে পড়ছি তোমার লাজুক আহ্বানে