সারাটা দিন বসে থাকতাম সেই পেন্সিল হাতে
কখন আসবে আর ফিরে ফিরে তাকাবে
সে সময় তুমি রঙে রাঙ্গাতে চেয়েছিলে
তবে আজ কেনো শুধু আমায় খোঁজো সাদা ক্যানভাসে
কেনো আবার তুমি আসো না
ফিরে ফিরে তাকাও না
সময় গুলে ছুটে চলে অজানা অজানা গন্তব্য
পরন্ত বিকেল কিংবা ঘুম ভাঙা কোন মাঝ-রাত
না বলা কথা আমি শোনাবো কাকে
ডায়ালোগ গুলো আজ বড্ড পুরনো
তবু কমেনি আবেদন বিন্দু পরিমানও
সময় গুলো আমার বসে বসে ভাবে
তারপরও স্বপ্নেরা আমার সাদা-কালো তেই হাসে
যা চেয়েছো সবই রয়েছে আমারি কাছে
তবু বিলাতে পারি না অবুঝের মতো
সময়রা ছুটে চলে তবু স্মৃতিরা পিছু ডাকে
পেন্সিল পাল্টিয়ে আজ রঙ-তুলি ধরেছি
তবু স্ক্যাচেরা ফিরে ফিরে আসে
ক্ষমা করো আমায় ক্ষমা করো
জানি দেরি হয়েছে বড্ড বেশি
কানে ধরেছি আমি, দেখ পিছু ফিরে তুমি
পেন্সিলরা আমার দিচ্ছে রঙিন কালি
আমি আমার কথা বলবো কাকে
এখন সেই সময় যখন পেন্সিলরাও রঙ ছড়ায়
তবু শেষ তুলিটাও রঙ চটাতে চায় না
তাই ক্যানভাসটায় লাবন্য শোভা পায় না
আমি আমার কথা বলবো কাকে
আমি আমার কথা বলবো কাকে
নাগর-দোলা নয়তো এ
এতো স্মৃতিদের পিছু ডাকা
বয়ে চলা এ নদী মিলায় যে আজো-বদী
তবু ক্যানভাস আমার খুঁজে পায়না নীল-জলের ছবি
তোমার লিপিতে আঁকা লাল ঠোঁট
কিংবা রহস্য ঘেরা নীল ঐ চোখ
অতল-গহ্বরে হারাচ্ছি না মায়াবিনী অয়েল-পেইন্ট
যদি একটি বারের জন্যও হাতটি ধরো সেটাই ভালবাসা
যদি ক্ষনিকের জন্যও আমায় ভাবো সেটাই ভালবাসা
যদি কিছুটা পথ পাশাপাশি চলো তবে সেটাই আমার ভালবাসা
এ মিত্যু মুখি জনস্রোত
দেখছেনা বাস্তবমুখী কোন অদ্ভুত শেষ
পরন্ত বিকেল কিংবা ঘুম ভাঙা কোন মাঝ-রাত
না বলা কথা আমি শোনাবো কাকে
সমুদ্রের নীল আর রক্তিম সূর্যের লাল মিশে একাকার
হয়তোবা এ সাগা হয়তোবা নেমেসিস