ঘুম থেকে জেগে উঠি তোমার সুরে কথা গুলি
কান টুপি ভেদ করে এয়ারফোনের ডুংগলি
ভাপ উঠা চায়ের কাপ ঠোটে আলতো উষ্ণ তাপ
রকিংয়ে পিঠ মোড়া শীতের এই হিমেল হাওয়া
মা’র সেই বকবকানি বাবারও চোখ রাঙ্গাণি
ছোট বোনের দুষ্টামি আমারও পাগলামি
বেজে ওঠে অঞ্জনের রঞ্জনা আমি আর আসবো না
মাঝে মাঝে মনে হয় গানগুলো অযথাই
যেখানে সুর তোলে তোমারি মৃদু কথাই
তোমার হাতে আমার আঙ্গুল বোলানো
আর একটু একটু ভালবেসে তাকানো
এভাবেই দেখতে চাই আর বলতে চাই
তুমি যে আমার কথা বন্ধু মিথিলাই