একটু খানি আকাশ দেখবো বলে আমার এ বেড়ে উঠা
তোমাদের ঘুড়ি কাঁটা সীমানায় শঙ্খচিলের ভেসে থাকা
তাহার পানে রহস্যতায় দীপ্ত সূর্যের নীলাভ মেঘমালা
নির্ঘুম রাত একাকি আধারে তারকাদের সাথে দেখ চাঁদটি হাসে
উড়ে যাওয়া সাদা বক মিলায় মাঝ সাগরে ভেসে থাকা জাহাজ
নির্জন রাতে নির্লজ্জ চোখ বদ্ধ কেবিনে মেকি সুখ খোঁজে
ক্যাকটাস আর জলের বুদবুদানি বিদ্ধ করে নোঙরের তিন ফালি
হারিয়ে যাওয়া কৈশোর গুলো ফসিলে অযথা খোঁজাখুঁজি
অচেনা আমি অচেনা পথে ফিরিয়ে দাও রঙ মশাল
মনের মাঝে মনফরিং চোখের মাঝে মনের জল খোঁজে
ভেসে থাকা মেঘ গুলো দিক পাল্টায় গহিনের নদী
রস-কস সিঙ্গারা-বুলবুলি ফিরে আসে শৈশবের মাঠ গুলো
একফালি আকাশ ফিরে আসি আবার ঘুড়ি বা শঙ্খচিলের মাঝে