কালো কাঁচের উইন্ডসেড আর রঙিন সানগ্লাসে ঢাকা চোখ
খুঁজেফেরে সেই শৈশব খুঁজেফেরে লাল-নীল বেলুনের গাড়ি
আলোঝলমলে রেস্তোরায় বসে খোঁজ করি আলুরদম-ঝালমুড়ি
পোড়া নিকোটিনের সাথে হুইস্কির প্যাকে খুঁজি খেজুর রসের হাঁড়ি
বিলিয়ার্ড-গলফে; স্বাদ মেটাতে চাই মার্বেল আর সাতচারার দৌড়াদৌড়ি
ডোবা-পুকুর ঝাপাঝাপি; আজ সুইমিং পুলের নীল জলে ডুব মারি
উষ্ণ ভাপা পিঠার গন্ধ খুঁজেফেরি ভ্যানিলা আর প্যাস্টির মাঝে
ফুটন্ত গোলাপ আর শুভ্র কাশফুলের গন্ধ খুঁজেফেরি উচুউচু দালানের মাঝে
কোথায় সেই টং এর সারি কোথায় পা-উঠিয়ে আড্ডা বাজি
শহুরে সন্ধ্যায় আমি খুঁজেফেরি জোনাকিদের ঝলমলানি
খুঁজেফেরি সেই সময়গুলো; এই ঝলমলে কর্পোরেট আর সোশ্যাল পার্টি
গেট-টুগেদার আর নির্লজ্জ অভিষারে খুঁজেফেরি প্রথম-প্রেমের মিষ্টি অনুভুতি
খোলা চুল আনকোরা পড়া শাড়ি খুঁজে পাই না বক-কাট আর টপসের ভিরে
হ্যারিকেন আর কেরোসিনের শিখা খুঁজি নিয়নের রঙবেরঙ আলোতে
ঝাঁকরা চুলে দীপ্ত চোখ খোলা শার্ট খুঁজে পাই না মিষ্টি রোদ-বৃষ্টির দিনগুলো
মলিন হয়ে যাওয়া সেই রঙিন সময় গুলো খুঁজে পাওয়া না পাওয়ার মাঝে
সুতোয় বাধা আমার স্বপ্নেরা আজও ঘুড়ি হয়ে উড়ে বেরায় নিঃসঙ্গ আকাশটার মাঝে