চারিপাশে অসংখ্য প্রতিবাদি মানুষ
মুখে আহত ভাষার প্রতিধ্বনি
সামনে ভালবাসার বেদি


এরি মাঝে ওরা, দেখে মনে হয় ক্লান্ত
না ওরা ক্লান্ত পথিক নয়
ওরা বীর, দেখতে এসেছে শহীদ স্তম্ভ
যেখানে রয়েছে ওদের পবিএ রক্ত


হ্যাঁ ওরা বীর সেই শহীদ বীর
হে বীরগণ, রক্ত দিয়েছো
তবু মার্তৃভাষাকে বিসর্জন দাওনি
মৃত্যুকে আলিঙ্গন করেছো তবু পিছপা হওনি


তোমাদেরকে সহস্র-কোটি সালাম
শপথ মোদের তোমাদের ত্যাগ বৃথা যেতে দিবো না
তোমাদের অর্জিত ভাষাকে প্রতিবাদের অস্ত্র করে
পৌছে দেবো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে


কথা দিলাম একদিন দৃশ্যপট বদলে দেবোই
ধরনির বুকে জাগাবো বিস্তৃত সবুজ দ্বীপ
যে দ্বীপে তোমাদের রক্ত-ত্যাগে
অর্জিত ভাষা পাবে আপন ঠিকানা