পুরানো এই ক্যাফে শপে বসানো এক নতুন টেবিলে দেখা তোমার সাথে
এক কোনায় বন্ধুদের সাথে সোফাতে পা-উঠিয়ে দুষ্টমি আর তর্কের মাঝে
হাসি আর কথার ছলে একটু একটু দেখা তোমার শুভ্রতাকে
ক্যাফেইনের ধোঁয়া সাথে মিশে তোমার ঠোটের স্পর্শতা মনে জাগায় অদ্ভুত মাদকতা
আমার হাতের নিকটিনের ধোঁয়াদের ওঠানামা আর এ্যাশেদের ঝরে পড়া
আনমনে তাকিয়ে স্মৃত হাসিটা বুকের মাঝে ঘূর্ণি পাকায় এলোমেলোতায়
নিজে নিজেকেই হারিয়ে আমি খুঁজে বেরাই ঐ স্নিগ্ধতায়
হঠাৎ চোখের পলকে হারাও ভিরের মাঝে অভিষাত করে আমাকে
তোমার ঠিকানা কোথায় খুঁজি কেবা জানে কেবা দিবে
উঠা-নামা লিফটের সাথে সিঁড়িদের তাকগুলো সব নিজে নিজে দিক পাল্টায়
অকারনে তাই শত ব্যাস্ততার মাঝে বসে এখানে ক্যাফেইনের স্বাদে ভেজাই ক্লান্ত গলাটাকে
হঠাৎ কখনো অকারনেও আসো যদি এই পুরনো ক্যাফে শপে
হাটু গেঁড়ে বলে দিবো ভালবাসি তোমাকে; শুধু তোমাকে
ভয় নেই যদি পাশে থাকো; ভয় নেই যদি পাশে থাকো
হাতে হাত রেখে ভালবাসার অদৃশ্য বাঁধনে জড়িয়ে রাখবো এই ভিরেদের মাঝে
সন্ধ্যে-সকাল কিংবা রাতে সময়টা ঠিক পাল্টালেও ভালবেসে যাবো অনিঃশেষ