আমি জানি এর জন্য তুমি দায়ী নও
দায়ী আমার এ দোদুল্যমান সত্ত্বা
আমি জানি এর জন্য তুমি দোষী নও
দোষী আমার এ নীরস আত্তা
হয়তোবা চেয়েছিলে তুমি কাছে পেতে
কিন্তু আমি চাইনি দূরত্ব ঘোচাতে
তুমি জিজ্ঞেস করেছিলে কেনো এ অভিমান
উত্তরে বলেছিলাম আমি যে ভাসমান
চেয়েছিলে তুমি কাশফুলের শুভ্রতা
দিয়েছি তোমায় মেঘের নীলাভ্রতা
প্রত্যাশা ছিল তোমার বর্ষার একাগ্রতা
পেয়েছো তুমি গীষ্মের তীব্রতা
আকাংখা ছিল তোমার জ্যোৎস্না রাতের নীরবতা
কিন্তু পেয়েছো কোলাহলময় যান্ত্রিকতা
কাব্যময় ছিল তোমার ডায়েরীর পাতা
কিন্তু অনুধাবন করিনি আমি সে ভাষা