সারা দিন এলোমেলো ফড়িং মেরুন ঘাসে তিড়িংবিড়িং
ভিজে শিশির কাচের প্রাচির ভোরের এ ব্যস্ত শহর
নির্জন কামড়ায় পাতানো মন চৌকাঠের সংসার
গলির মোড় পিচের শহর শোনেনা চোখের কান্না
কল বেলে ডাক সাইকেলের রিঙ ধূলো পড়া মন
ওলট পালট মন রিপুর বাধন নিয়মের কাকন
বন্ধ ফোন ইনবক্সের চিঠি দেখায় পুরনো স্মৃতি
শেষ থেকে শুরু মেকি সুখের মাঝে মৃদু হাসি
ঘুরে দাঁড়ানো সময় বারুদের আঁচে নিকোটিন পোড়ে
আবছা মেঘ উদাস দুপুর ভিজে গেছে মন
মাটির গন্ধে জলের ছন্দে চোখ মোছা স্মৃতি
কাট পেন্সিল রঙ করা কাগজে আবেগের চিঠি
কাটাকুটি মন পরন্ত বিকেল রূপকথা তুমি
কাঁচ ভেজা বাস নিয়ন শহর বাড়ি ফেরা মন
সাদা চাদরে মোড়ানো সেগুনের খাট চৌকাঠের সংসার
খুঁজে পাওয়া না পাওয়ায় নির্ঘুম চোখ শূন্যতা