তিন কাপ চা আর আধ-খাওয়া বিড়ি
কাব্যহীন দিন ভাবায় আমায় অন্তহীন
ভাব নেওয়া গ্লাসের ফ্রেমে মুগ্ধ নয়নে
কামড়ানো কলমে কাব্য কাব্য মুগ্ধতায়
নতুন প্রেমিকার মাঝে পুরনো ভালোবাসা
ভালো লাগার মাঝে অদ্ভুত মাদকতা
অসংকচের সাথে আঙ্গুলের মিষ্টি স্পর্শতা
বলা বারণ তারপরও অজুহাতে বলা ভালোবাসা
কাগজে কলমে আলোর ফ্ল্যাশে নিষ্পাপ মুগ্ধতা
ক্লান্ত মন আশ্রয়হীন যখন আপন করেছ তখন
হাত বারিয়ে স্রোতে ভাসিয়েছো আমায় ভালোবেসে
কাগজের নৌকো সাদা পায়রায় তোমার স্নিগ্ধতা
আলতো পায়ে আবছা ভোরে নূপুর নৃত্য
দু’টো মন আজ ভালোবাসার খেয়া হয়ে ভাসছে অবিরত