ভাবছিলাম বসে।


ভাবছিলাম বসে, জীবন গাড়ির চাকা কি চলিবে,
ঈশ্বর অপেক্ষায় আমি, কেহ কি আসিয়া বলিবে।


ভবিষ্যতে কি আছে আমার, কি ছিল কলমে ব্রহ্মার,
কেহ কি দেখাবে আমারে, খোলিয়া ভাগ্যের  দ্বার।


অসংখ্য কবচ, কেন একটিও কাজে লাগেনা,
কেন ললাটে আমার, ভাগ্য রেখা আজও ভাসেনা।

কর্ম ছেড়ে ভাগ্যের আশায় বসে আছি,
জীবনের অমূল্য সময় কেন অপব্যয় করি মিছামিছি?


নদীতে বয়ে যাওয়া জল কখনো ফিরে আসেনা,
বয়ে যাওয়া সময়, খসে-পড়া ফুল, কখনো জীবনে ফিরে জোড়া লাগেনা, তবু কেন মনকে বোঝানো যায়না?


অলি শর্ম্মা  
০৬-০১-২০১৯