বুদ্ধিমানের কাজ


কিছু কথা বোঝে নিতে হয়,
বলে বোঝালে সময় নষ্ট হয়।
ক্রোধে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভূল হয়,
স্বাধীনতায় লোক সবল হয়।
পরোপকারিতা কখনো খারাপ নয়,
যদি নিজের উনুনে আগুন হয়।
বেশি কথা বলাও মন্দ নয়,
যদি সাধুচরিত্র আর কণ্ঠ মধুর হয়।
সরল পথের লক্ষ্য কিন্তু,
প্রায়ই অসাধ্য হয়।
  অলি শর্ম্মা
০৪-১২-২০১৮