যদি ফিরে পাই


ঘড়ির সাথে টিক টিক করে,
ঘুরে ঘুরে বয়ে যাওয়া, জীবনের একটিও মুহূর্ত যদি ফিরে পাই।
কেমন আছো “বাবা” তুমি, জিজ্ঞাসাবাদে যদি জানিতে পাই।
চাই না কিছু অন্য, জীবন আমার হইবে ধন্য।
শত শত স্বপ্ন যদিও না হয় পূরণ, তব আক্ষেপ নাই।


আমরে সবল করি, ত্রুটিহীন “বাবার” দায়িত্ব পালন করি,
আমার দায়িত্ব যখন, করিতে পিতৃ আজ্ঞা পালন, তুমি ছাড়িলে ভুবন।
                                             অলি শর্ম্মা
                                          ০১-১১-২০১৮