মাতৃভূমির অপমান
আমি ভারতীয় আমি গর্ভিত গাইব নিশ্চয়,
বন্দেমাতরম্ । 
ধর্ম যদি তোমায় দেশপ্রেমে বাধা যোগায় গাইতে,
বন্দেমাতরম্ । 
অজ্ঞানী তুমি ধর্ম বোঝনি অযথা করোনা অপমান আমার,
বন্দেমাতরম্ । 
যেদেশের খাইছ, যেদেশে গাইছ ধর্মের গান, না‘বলে কেন কর অপমান,
বন্দেমাতরম্ । 
অনেক হয়েছে আর সহিবনা, ধর্মকে মাঝে টেনে দেশের অপমান,
বন্দেমাতরম্ । 
যদি নেই দেশপ্রেম, ছেড়ে  যাও দেশ, সেটাই হইবে বেশ,
বন্দেমাতরম্ । 
যদি দেশ-বিরুধীতা তোমার কর্ম, পরোয়া করিনা তোমার ধর্ম, আমিতো গাইব,
বন্দেমাতরম্ । 
এসো সবাই মিলে দেশের মান বাড়াই, এক সূরে গাই,
বন্দেমাতরম্, বন্দেমাতরম্, বন্দেমাতরম্ । । 
                 অলি শর্ম্মা