অসুরক্ষিত সমাজ
আসিফা নির্ভয়া ক্ষমার যোগ্য নয় এই সমাজ। 
অসুর দৈতের কম নয় যারা করেছে এই কূকাজ। 
ঘুম আসেনা আজও জখনী মনে পড়ে। 
ছোট্ট মেয়েদের অসুরেরা ধর্ষন করে। 
নেইকি অধিকার স্বঃসম্মানে মেয়েদের বাচার। 
কখনো নির্ভয়া কখনো আসিফা ত্যাজিছে প্রাণ বার বার। 
এই বিশাল গনতন্ত্র লজ্জিত আজ। 
লজ্জিত সমগ্র দেশ কি হীংস্র গড়িলে সমাজ। 
কোলের শিশুকে আজ ধর্ষনে হারাতে হয়েছে প্রাণ। 
সাধ্য কার আছে কে বোঝাবে সেই মাকে যে হারিয়েছে তার দুধের সন্তান। 
ভয় লাগে মার মেয়েকে রাখে চোখের পলকে। 
কিছু দৈত্য আছে আজও এই সমাজের নরকে।
কী দারুন দেশ আমার কিছু সমাজ আজও আরক্ষিত। 
কোলের শিশু এই দেশের নেই আজও সূরক্ষিত। 
কী অধম পথে চলেছে আজ আমার দেশ। 
ন্যায় কর হে আইন দাও ফাঁসির আদেশ। 
চোখ মুজে দাড়ি ধরে দাড়ালে হবেনা। 
মেয়ে হারানো মায়ের কান্না সহজে মূছাবেনা সহজে মূছাবেনা। 
                                   অলি শর্ম্মা