প্রণামী রবি ঠাকুর


প্রণামী তোমায় হে বিশ্ব কবি। 
শিশুকালে কবিতায় দেখেছি তোমার ছবি।
 
পাঠশালা যাওয়ার পূর্বে, বাবার কোলে  
তোমার কবিতা শুনেছি। 
যত শ্রেণীতে পর পর বেড়েছি।
তোমার কবিতা বার বার মনযোগে পড়েছি।


শৈশবে যেমন মন মোহিত ছিল মিষ্টি।
সম মিষ্টি ছিল কবিতা, তোমার সৃষ্টি।


ধন্য বাংলা ধন্য বৈশাখ তোমারি জন্মে। 
ধন্য বাঙ্গালী তোমার লেখনীর সৃজনে। 


তোমার কাবুলিআলা তোমার গীতাঞ্জলি। 
তোমার জন্মদিনে লহ হৃদয় পূষ্পাঞ্জলি।
                অলি শর্ম্মা