। । সত্য। ।
সত্যকে সহজে কেহ করে না বরণ।
অবহেলাভরে ত্যাজে অন্ধকারে না করে স্মরণ।

সত্য কঠোর বটে যদিও কিঞ্চৎ ব্যাথা নাহি দেয়।
বঞ্চিত করে মিথ্যা কব না হয় শ্রদ্ধেয়।


ক্ষণকাল ভ্রমে যদি প্রদানে পুরষ্কারে।
সত্য উজ্জ্বলিতে দহনিবে তোমায় তিরস্কারে।

নশ্বর মিথ্যা তব ধাইছ আশ্রয়ে অকারনে।
অমরত্বের আশিসে সত্য বিরাজে বেদ পুরানে।
           । । অলি শর্ম্মা। ।