গুঙ্গি লো গুঙ্গি
     কে হবে তোর সঙ্গি?
কেন এত ঢঙ্গি?
    আজব সব ভঙ্গি।

কোন জেলায় তোর বাড়িরে?
কোন নদী দেস পাড়িরে?
বাবার কয়টি গাড়িরে?
মায়ের কয়টি শাড়িরে?


তোর বাড়ি কই?
        সুনামগঞ্জ।
যাবি কই?
       বাদশাগঞ্জ।
কিনবি কি?
      পান সুপারি।
টাকা কই?
     পকেট ভারী।


রুপার গাঙ্গে স্নান করে অায়
               রুপায় বদন মুড়ে।
সোনার গাঙ্গে পানি নাইরে
             সোনামনি ওরে।।


গুঙ্গি লো গুঙ্গি ....... সব ভঙ্গি।


তোর দাদা কই?
       ঝিলের ধারে।
কেন সেথায়?
     শাপলা তুলে।
সাতার জানিস?
     জানি নারে।
গাছে চড়িস?
   পারি নারে।


কোন হাওরে যাবিরে?
কোন মাছ তুই খাবিরে?
শহর ছেড়ে গ্রামেতে
উজান ছেড়ে ভাটিরে ।


হাওর পাড়ের মেয়ে রে তুই
          হাওড় নিস খোজে।
জলকন্যার সাথে তুই
         হিসেব নিস বুঝে।