তুমি যেখানে আঘাত করলে তা হলো আমার বুক ।
এ বুক প্রতিবাদ করতে পারে না ।
কেননা  বিধাতা সৃষ্টিলগ্নেই তাকে করে দিয়েছে মুক ।


তুমি বার বার আঘাত হানবে যখন
এ বুক ভেঙ্গে দুফাঁক হয়ে বেরিয়ে আসবে মন ।


সে মন নরম , কোমল ।
সে তোমার ভাষা বুঝে , ভালবাসতে জানে ।
সে তোমায়  অনু ভব  করে ।
অস্থিত্বের মাঝে তোমায় খোজে বেড়ায়।
আগলে রাখতে জানে তোমায় সযতন ।
তুমি কি চেন তাকে ?
সে হচ্ছে  আমার মন ।


আবারও আঘাত করবে তাকে ?
তবে করো -
যদি আঘাতে আঘাতে অামার মন ভেঙ্গে চুরমার করে দাও ।
তবে তার মাঝে খুজে পাবে  এক নারী ।
সে নারী প্রতিবাদী ।


এবার আঘাত করবে আমায় ?
সে নাড়ী প্রতিবাদ করে কাপিয়ে তুলবে ভূমি ।
কেননা আমার মনে পুষে রাখা সে নারী হলে তুমি ।


এবার যদি আঘাত করে হত্যা করো তাকে ।
তাহলে  তুমি হবে আত্মহত্যাকারী ।
তুমি হবে মহাপাপী , ছলনাময়ী, বহুরুপী।
কেননা আমার বুকের গভীরে মনের মহলে
সযতনে রাখা নারীই হলে তুমি  ।