আর্তনাদে কাঁদছি আমি ; নেই কোনো আশার লেশ,
ধর্ষিতা মাতা আমি ; আমি অশ্রুসিক্ত বাংলাদেশ ।


পিলখানার হাজারো প্রাণ নিয়ে সেদিন মরেছি,
বিশ্বজিত আমি শেষবার বাঁচার জন্য যুঝেছি ।


ব্লগার রাজিব আমি ;নির্বিচারে তবে মরলাম,
সাগর-রুনী আমি;হত্যার বিচার কই পেলাম?


রাজনীতির দাবানলে পুড়েছি আমি সেদিন,
বার্ন ইউনিটে গুনেছি জীবনের আর ক'দিন!


অগ্নিদগ্ধে মরেছি আমি হারানো স্বপ্ন নুসরাত,
ধর্মে হলাম প্রতারিত দেখিনি আলোর প্রভাত।


আজ যে রিফাত আমি তোদের সামনে লড়লাম,
কাপুরুষ তোরা ; শত ধিক্কার তোদের জানালাম।


উন্নয়নে শীর্ষে আমি ; আমিই মধ্যমায়ের দেশ,
প্রতারক সন্তানের মা আমি ; আমি বাংলাদেশ ।