সমাজের চাষার অবদানে ঘরে আসে যে অন্ন,
তিন বেলা সুস্বাদু আহার যে হয় তারই জন্য ।


অন্নর জন্য আমাদের কতই না যে অবহেলা,
অনহারীর কাছে শোনো তারা খায় নি কত বেলা?


তাদের ক্ষুধার ঐ কষ্ট দেখে চোখেও আসে জল,
একবার ভেবে দেখ অন্ন ছাড়া জগত অচল ।


চাষার যদি কষ্ট দেখ কাঁদবে তোমার হৃদয়,
তবুও যদি হয় তোমাদের সুবুদ্ধির উদয়।


নিয়মিত কত যে  অন্ন বয়ে যায় ঐ নর্দমায়,
দরিদ্রের অশ্রু ঝরে তুচ্ছ সে অন্নের বেদনায়।


বিধাতার শত অপার নিরবিচ্ছিন্ন মহিমায়,
এখনো তব করে নি বন্ধ অন্নের আহার হায়!


অন্নরে দিয়ে এখন তার প্রাপ্য যথাযথ মাণ,
এসো তবে এগিয়ে বাঁচাও শত দরিদ্রের প্রাণ ।