আসে না সে হঠাৎ,
জগৎ অন্ধকার করে আসে রাত |
যেখান থেকে সকল ভীতির সূত্রপাত,
লোকের ভাষায় সে তো 'আঁধার কালো রাত' |
ঘুম এনে দেয় চোখে খুব,
যখন জগৎ থাকে নিশ্চুপ |
ক্লান্তি থেকে দেয় পরিত্রাণ,
তারপরেও পায় না তার প্রাপ্য মাণ |
এনে দিয়ে স্নিগ্ধতার শিশির,
যার স্নিগ্ধতা থেকে বাদ যায় না ঐ জীর্ণ কুটির |
ফুলে কাঁটা নয়তো কাল্পনিক,
তেমনি রাতে আঁধারও বড়ই স্বাভাবিক |