বৃষ্টি তুমি এসেছিলে গতকালে,
কেন আসলে না আজ বিকালে?
আবার আসবে তুমি কবে?
আসবে কিন্তু তুমি কাল সকালে |
তোমার পরশে প্রকৃতি পায় নতুন রূপ,
জেগে ওঠে সজীবতা দেখতে লাগে অপরূপ |
তোমার আসায় পথ চেয়ে থাকি ,
তুমি এসে কৃষকের মুখে ফোঁটাও দিগ্বিজয়ী হাসি |
তোমায় দেখে কবি নতুন করে খুঁজে পায় নিজেকে,
সেই ভালো করে দেখেছি তোমায় কবে যে?
প্রকৃতিকে দাও তোমার আঁচলের শীতল ছায়া,
বিস্তার করে যাও এ কোন মায়া?
এইতো,তুমি আসবে যবে,
তোমার সাথে প্রাণ খুলে কথা হবে তবে |
তোমার আশায় পথ চেয়ে থাকব,
তুমি না আসলে কার সাথে হাসব |