স্নিগ্ধতার আঁচলে ছায়া এ দেশ,
সৌন্দর্যের নীলিমা তাকে করেছে বিশেষ |
বসন্তে কোকিলের সুরের মধুরতা;নদীর বিশাল প্রশস্ততা ,
সবকিছুরই মিলন ঘটেছে হেথা |
বাংলা যেন স্বর্গের কোনো এক খণ্ড,
সৌন্দর্যের মেলায় তা হয়েছে প্রকাণ্ড |
সকালের সেই সোনালী সূর্যের আভা,
যার স্নিগ্ধতা থেকে বাদ যায় কেবা?
যারা করেছিল বাংলায় অশ্রুধারা বহমান,
তারা পেয়েছিল তাদের প্রতিদান |
বাংলার ঋতুর বর্ণময়ীতা,
চোখে তাক লাগিয়ে সৃষ্টি করে বিষ্ময়তা |
মেঘময় নীল আকাশ ,
এ যেন কোনো স্বর্গেরই আভাস |
নদীর কলকল ধ্বনির সুর,
মনের যাতনাকে যেন করছে দূর |
পবিত্র মৃত্তিকা ;জন্মভূমি আমার ,
শত সাধনার পরও ঋণ শোধ হবে না তোমার |
হারিয়ে যাচ্ছে বাংলার শান্তির মায়া,
কলুষিত করে রেখেছে বেদনার ছায়া |
দূর হবে একদিন এ কষ্টের জ্বালা,
যখন বুকে হাত রেখে বলতে পারব এ আমার বাংলা |