নানা রঙের এখানে বাস করে নানা মানুষ ,
সবাই ভান করে যেন তারা অবুঝ |
ধ্বংসলীলা শুরু করেছে তারা নিজ হাতে,
কোনো কাজেই নেয়নি তারা মানবতাকে সাথে |
চোখ বুঝে সহ্য করতে হয় সব,
সভ্যতার রং ধুয়ে ধরেছে সাদাকালো অবয়ব |
কোটি বছরের আমাদের সভ্যতার যাত্রা,
মনে প্রশ্ন জাগে সভ্যতা যেন হারিয়ে ফেলছে মাত্রা |
ধূসর পৃথিবীতে ধরেছে রংধনুর সাত রং,
চোখ খুলে দেখ সবাই যেন সেজেছে সং!
ধর্মকে করতে পারেনি তারা আপন,
সভ্যতার সাথে সাথে ঘটেছে তাদের বস্ত্রেরও সংক্ষেপণ |
বড়ই রঙিন এ দুনিয়া,
যেন বধির হয়ে আছি সবই শুনিয়া |
দুঃস্বপ্নের যে ক্ষণ একদিন হয়েছিল বাসি,
তা যেন এখন করছে আসি আসি |
বাস্তবতার কথা যেন থাকে স্মরণ ,
ধুয়ে যেন না যায় সভ্যতার রং |