এ নয়তো কোনো সাধারণ মরিচা পড়া অস্ত্র,
এর কাছে হার মেনেছে বিশ্বের সকল ব্রহ্মাস্ত্র |
ঘটাতে পারে তা যেকোনো শক্তির পতন ,
যদি করা যায় এ মহাজাগতিক শক্তিকে আপন |
কলঙ্কিত সমাজে এনে দিতে পারে সভ্যতার পরশ ,
মূর্খেরে এনে দিতে পারে বিদ্যার যশ |
তিমির জগৎ থেকে এনে দিয়েছে আলোর পথের ঠিকানা,
'কলম' নামটি তো সকলেরই চির চেনা |
বিদ্যার ধারাকে রেখেছে চিরকাল বহমান,
ক্ষেত্র বিশেষে পায় নি তার প্রকৃত মান |
যারা চিনতে পেরেছে এ ঐশ্বরিক দান,
মরিচা পড়া তরবারি যেন পরিণত হয়েছে কামান |
এ শক্তি থেকে যারা রয়েছে বঞ্চিত,
তারা যেন হয়েছে জ্ঞান সাগর হতে বর্জিত |