সময় যে ফুরাইয়া আসিল,
কালো আঁধারের ঝড়ে  প্রদীপও নিভু নিভু করিতে লাগিল;
এত দিন ধরিয়া উন্মাদ কেন যুঝিয়া গেল |
এখন তো উন্মাদ হাসিয়া নে,
জগত রে হায় শেষবারের মতো দেখিয়া নে |
যুঝিয়াছিলে বুঝি  যদি পাও সুযোগ একবার,
জানিতে না কালের নদের নাই কোনো পারাপার ;
যাইবার সুযোগ থাকিলেও নাই সুযোগ ফিরিয়া আসিবার |
যাহাদের জন্য একদিন ঝরাইয়া ছিলে নয়ন বারি,
তাহাদের কামণা আজি উন্মাদ কেন যায় না তাড়াতাড়ি |
আজি আসিতে হইল সৃষ্টিকর্তার দরবারে,
পাশে কেহ নেই অতীত করিয়াছিলে  যাহারে |
অবশেষে হইল উন্মাদের সুমতি,
এ দশা হইতো না যদি করিতে বর্জন জগতের সমুদয় রীতিনীতি |
আজি আর মুখে ফুটিবে না হাসি,
ঝরিবে শুধু তোমার অশ্রুই রাশি রাশি  |
কাল ক্ষেপণে করিতে পার নি তাঁহারে আপন ,
তবে আজি কেন দেখিতেছ স্বর্গে যাইবার স্বপন |
দেরিতে হইলেও ফিরিয়াছিলে এ পথে,
করুণায় আলোকিত হইতে পারে এ রাতে |
শেষের এ কাল গুনিয়া নে,
হইবে না জানি তাবুও কহি 'ওহে উন্মাদ হাসিয়া নে |'