বন্ধ চোখে পাই তার পায়ের ছন্দের অনুভূতি,
অদৃশ্যে যে মিশে আছে তার স্বরূপ; তার প্রকৃতি।


নীল পাহাড়ের ওপারে গোধূলি গৃহে তার বাস,
সাদা মেঘের ঐ নীল আকাশে পাই তার আভাস ।


সাদা শাড়ি লাল পাড়ে হাঁটছে দেখ মেঘবালিকা,
রৌপ্য বদনে করেছে বিমোহিত রূপ সাগরিকা ।


বলছে যেন আজ হারাবো আকাশের নীলিমায়,
তুলব আজ সাত সুর প্রকাশ্য তোমার বীণায়।


বৃষ্টির ফোঁটায় তার থাকার অনুভূতি জাগায়,
জীবনটাকে যেন রংধনুর সাগরে ভাসায়।


অসীম ঔজ্জ্বল বিশ্ব জগত মাঝে জানি সে নাই,
তাইতো আজ মেতেছি এ লুকোচুরি উন্মাদনায়।