অন্ধ কুপের বন্দী আমি
মগজ খাটাই দিবস যামী
কারাগারের জীবন যাপি
তবু কাব্যের স্বাধক আমি
নেই টিভি,ডিস,ভিছিয়ার
নেই ফেইসবুক, টুইটার
জটিল রোগের চিকিৎসা বিনে
নেইতো অবাধ বাইরে যাবার
মাসের শেষে দিনের শেষে
নেই পত্রিকা আসেনা পেপার
বছর কিংবা তারও পরে
হয়যে সুযোগ স্বজন দেখার
খুব বেশি যা হয় জীবনে
চার দেয়ালে বন্দী থাকার
জ্ঞান অর্জিলে ও থাকত কথা
কবি হওয়ার স্বপ্ন দেখার
পাই দিবা রাত চন্দ্র রবি
আখি আড়ালে বিশ্ব ছবি
হস্ত গালে ভাবছি আমি
অন্ধ কুপের বন্দী কবি।