সুন্দর আমাদের দেশ,
সবুজ,শ্যামল ,বন-বনানী
ঝোপঝাড়, লতাপাতায়
যেন স্বর্গীয় পরিবেশ।
গাছে গাছে পাখিদের ঘুম
ভাঙানি গান!
প্রত্যুষে কাননে ফোঁটা কুসুমকলি
ঝরা বকুলে কিশোরীর গাঁথা মালা
পথের ধারে সারি বাঁধা বাবলা,
চোখজুড়ানো বিস্তৃত ফসলের মাঠ,
হাওয়ায় দুলছে সোনালি ধানের শীষ,
কি  মনোরম দৃশ্য!
নদীর বয়ে যাওয়া কলকাকলি
ঢেউয়ের তালে তালে দাঁড় টানে মাঝি
কন্ঠে লয়ে ভাটিয়ালি সুর
যায় দূর বহুদূর
ডিঙি চরে জেলে মাছ ধরে
বকের সারি ঐ দুর চরে
সোনাঝড়া রোদ্দুরে কৃষক
গামছায় মুছে ঘাম,
বটের ছায়ায় রাখাল বাজায় বাঁশি,
ছায়া ঢাকা মায়াভরা নির্জন
পল্লীর বাঁকে
ক্লান্ত দুপুর,ফেরিওয়ালা
হেঁটে হেঁটে ডাক ছাড়ে
ঝিরঝির বহে স্নিগ্ধ সমীর
পুষ্পরা হেলে দুলে গন্ধ ছড়ায়।
আহা! কি অপরূপ তুমি?
প্রকৃতির বৈচিত্রময় লীলাভূমি
আমার তোমার সবার জন্মভূমি।