কোন এক জ্ঞানী অন্তিম কালে
ডেকে বলে ভ্রাতৃদ্বয়
কে আমাকে কত ভালবাসো
আজ নিবো তার পরিচয়
বুঝিনি সুখ করিনি আরাম-আয়েশ
দেখিনি রাত কি দিন
তোমারে অর্জিতে দীর্ঘজীবন
করেই দিয়েছি বিলিন
তোমাদের খুশিতে মাথার ঘাম
কিভাবে ফেলেছি পায়
কে কতক্ষণ থাকবে আমার সাথে
আজ বলোনা আমায়
প্রথম ভ্রাতার জবাব, শ্বাস যতক্ষণ
আমি থাকব তোমার সাথে
দম ফুরালেই অন্যের আমি
চলে যাব তার হাতে
দ্বিতীয়রা শুনাল কবর তাক আমি
যাব যে তোমার সাথে
গোরে নামিয়ে মাটি চাপা দিয়ে
ফিরে যাব বেদনাতে
তৃতীয় ভ্রাতার বাণী কবরে ও বিচার
দিনে থাকব তোমার সনে
জ্ঞানী ভাবে হায়, অবহেলা যতো
তোমাকেই করেছি মনে
আজ আমার এই চরম দুর্দিনে
তুমি হলে চির সাথী
দুর্ভোগ আমার,কেন বুঝিনি তোমায়
জ্বালিনি সুখের বাতি।
প্রথম ভ্রাতা সম্পদ, যার মোহে
ছুটেছি হন্যে হয়ে
সেই তো আমাকে বিদায় জানালো
সবার আগে বলে কয়ে
দ্বিতীয় ভ্রাতা আপন স্বজন কবরে
পৌঁছে দেবে
হোক যত মায়া, ঢেকে দিয়ে কায়া
ওখানে বিদায় নেবে
শেষ ভ্রাতা আমল সাথে চিরকাল
আমার হয়েই রবে
তারে না চিনে কি নেশায় ডুবে
রয়েছি আদম সবে।