মোহনিয় রূপ লয়ে এসেছে ফাগুন
কবি হৃদয়ে জাগে কবিতার অাগুন।
এ মন ব্যাকুল করে পাগলা হাওয়ায়
কাননে কুসুম কলি সুরভি ছড়ায়।
গাছে গাছে পাখিদের কিচির মিচির
সবুজের সমারোহ বন বনানীর।
চৌদিকে বহুরূপে ফোটে বুনো ফুল
রঙিন কৃষ্ণচুড়া পলাশ শিমুল।
চাম্বল মেহগনি ফাগুনের বাশ
পাতা হিন ডাল ফাকে ফর্সা অাকাশ।
সুকনা পাতারা ঝড়ে খস খস ধ্বনি
নরম রঙিন পাতা তোলে জাগরনি।
অাম অামরার শাখে মুকুলের বান
ফুলে ফুলে হরষিত ভ্রমরের গান।
বাগানের ঝড়া পাতা বৌ ঝি কুড়ায়
কলাই লতার ছোফা পাতা অাঙিনায়।
কোকিলের কুহু তানে মুখরিত মন
অনাবিল সুখ অানে বসন্ত ক্ষণ
কুয়াশায় ঢেকে রয় মাঠ ঘাট যত
ঝিঝি দের গান সবে শুনি অবিরত।
সব মিলে বঙ্গ সাজে অপরূপ সাজ
এলে সখা বসন্ত তুমি ঋতুরাজ।