পরিচারিকা সংসারে যে বড়ই প্রয়োজন
তার যদি অসুখ করে দিন যায় কেমন?
হাড়ি মাজ, বাসন মাজ
বালতি ভরা কাপর কাচ
নিঃস্বাশেরও নেই তো  সুযোগ, হচ্ছে  
রে মরন।


রয়েছে পরে সকল কাজ হয়েছে দেরি ঢের
অতিথির ঐ আপ্যায়নে রান্না কর ফের
মাছ কাট, মুরগী কাট
পাটায় ঢুলে মসলা বাট
কোথা হতে দিন গেলযে পেলাম নাতো টের।


বিছানা ঝাড়ু, ঘর ঝাড়ু, ঝড়ু দেব বাড়ি
টেবিল মোছ, ফ্লোর মোছ, নেইকো ছাড়া ছাড়ি
সময় গেল রান্না কসাও
খোকা গেল খেতে বসাও
কর্তা এসে হুমকি দিল চাইকো তাড়া তাড়ি।


ধুত্তুরি ছাই ভাল লাগেনা এতো কষ্ট আর
সংসার জ্বালা বড় জ্বালা সহ্য হয় কার?
সুখ যে কোথা পালিয়ে গেল
কষ্ট  এসে  হাজির  হলো
রান্না দেরি, বাড়ায় দেরি, দেরি হয় খাবার।


হোকনা গরিব, ওরাও মানুষ, করোনা তো ঘিন
কাজে কর্মে ওদের কাছে আমরা বড়ই ঋন।
কথায় চলায় ওদের সাথে
খাওয়া পড়ায় দিনে রাতে
অবিচার হয়না যেন আর কোন দিন ।